সড়ক দুর্ঘটনা

তিন জেলায় নিহত ৫

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন, বগুড়ার শেরপুরে এক, নওগাঁর সাপাহারে একজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে মহাসড়কের উপজেলার সাতবর্গ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাউর গ্রামের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী-(৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের-(৬০) ও একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে মৃনাল উদ্দিন-(৪০)। আহতরা হলেন, ফয়সল মিয়া-(২৮), জুম্মান মিয়া- (২৭) এবং ফারজানা-(২২)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামে। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ জেলার মাধবপুর যাওয়ার পথে দুপুর ১২টার দিকে বিজয়নগর উপজেলার সাতবর্গ পেট্রোল পাম্পের কাছে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মৃনাল উদ্দিন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শান্তা রায় চৌধুরী এবং আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরের ভাটরা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গত শুক্রবার রাতে পাওয়ার টিলার উল্টে আবদুলস্নাহ আল মামুন (২২) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মো. আজিমুদ্দিন শেখের ছেলে মামুন গত শুক্রবার বিকালে কাজ শেষ করে মির্জাপুর থেকে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফেরার পথে ভটড়া উত্তর পাড়া এলাকায় পৌঁছলে টিলারটির পেছনের চাকা পাঞ্চার হলে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে যায়। এ সময় সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১১টার দিকে তার মৃতু্য হয়। নিহত মামুন খানপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিন আল আজাদের ছোট ভাই বলে জানা গেছে। সাপাহার (নওগাঁ) : নওগাঁ সাপাহারে চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার নাজমুস সাহাদাৎ (৪৫) নিহত হয়েছে। অপর আরোহী আশরাফু্‌ল ইসলাম (৪২) নামের মাঠ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে সাপাহার টু পোরশা পাকা সড়কের খোট্টাপাড়া ভেড়াকুড়ি ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।