জামায়াত কর্মীকে যুবদল নেতা বানিয়ে ফেস্টুন

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে জামায়াত কর্মীকে যুবদল নেতা হিসেবে উলেস্নখ করে ফেস্টুন টাঙ্গানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম 'ফেসবুকে' পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন পৌরসদরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জামায়াত কর্মী গাজী হাসান জাহিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ, হাস্যরস এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের ফেসবুক পোস্টে গাজী হাসান লিখেছেন, ফেসবুক থেকে ছবি নিয়ে একটি দলের ফেস্টুনে বসিয়ে রাতের অন্ধকারে টাঙ্গিয়ে দিলেই আমি ওই দলের নেতা হয়ে যাই না। আমার রাজনৈতিক উদ্দেশ্য মহান রবের গোলামী এবং সন্তুষ্টি অর্জন করা। কোনো ব্যক্তি বা পরিবারের তাবেদারি করা নয়। পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল বলেন, 'গাজী হাসান সক্রিয় জামায়াতের কর্মী। ছাত্রজীবনে তিনি কুমিলস্না সরকারি কলেজের সক্রিয় দায়িত্বশীল ছিল, কে বা কারা তাকে যুবদল নেতা বানিয়ে দিল তা জানি না।' পৌর বিএনপির সদস্য ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন জানান, গাজী হাসান জামায়াত কর্মী। দলের এবং নেতার সুমান নষ্টে তারা গাজী হাসানের ছবি দিয়ে ফেস্টুন বানিয়েছে।