কক্সবাজারে জমে উঠেছে ঈদবাজার

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে জমে উঠেছে ঈদবাজার। শপিংমল ও বিপণিবিতানগুলোতে ক্রেতা-দর্শকে মুখরিত। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রঙিন আলোতে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মার্কেট ও বিপণিবিতানগুলো। কয়েক দিন ধরে শপিংমল ও বিপণিবিতানগুলো ক্রেতাদের চাপে ঈদ মার্কেটে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রতিটি মোড়ের ফুটপাতেও রীতিমতো চাপ থাকছে দর্শক-ক্রেতাদের। এবারে ঈদে মার্কেট ও বিপণিগুলোতে সাজানো হয়েছে বাহারি ডিজাইনের লেহেঙ্গা শাড়ি, লেহেঙ্গা নেট শাড়ি, ইতালিয়ান ক্রেফ, বুটিকস, কাতার শাড়ি, ইন্ডিয়ান সুতি শাড়ি, ঢাকাইয়া ও ইন্ডিয়ান জামদানি, ইন্ডিয়া স্কুসিফ ট্রি পিচ, ক্রাফটেট ট্রিপিচসহ বাচ্চাদের পোশাক। শহরের এসালাম মার্কেট, ফিরোজা শপিং কমপেস্নক্স, নিউ মার্কেট, হকার মার্কেট, ফজল মার্কেট, সি-কুইন মার্কেট, আপন টাওয়ার, ইডেন সিটি গার্ডেনসহ বিপণিবিতানগুলোতে গিয়ে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবাই পছন্দের পোশাকটির জন্য ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বিক্রেতাদের। দোকানগুলোতে তরুণদের বাহারি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টি-শার্ট থেকে শুরু করে তরুণীদের বিভিন্ন ডিজাইনের কামিজ, ফতুয়া, বিভিন্ন নামের পায়জামা, গহনা, বিক্রি হচ্ছে। ঈদে ঘর সাজানোর আসবাবপত্রও বিক্রি হচ্ছে দেদার। ফিরোজা শফিং কমপেস্নক্সের মুক্তা ফেব্রিক্সের স্বত্বাধিকারী কনক জানান, কয়েক দিন ধরে দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। বেচাকেনাও মোটামুটি হচ্ছে। মার্কেটে এখনো ছোট্ট বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। রমজানের শেষ সপ্তাহে ক্রেতা আরও বাড়তে পারে। তবে দেশীয় পোশাকের চেয়ে বিদেশী পোশাকের চাহিদা বেশি।