মানিকগঞ্জে কাঁচামরিচের দামে কৃষকের মুখে হাসি

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ফলন কম হলেও দাম ভালো পাওয়ায় মরিচচাষীরা খুশি। কথাগুলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার গাংডুবী গ্রামের কাঁচামরিচ চাষি সুবীর সরকারের। শুধু সুবীর সরকারই নয়, কৌড়ী গ্রামের চাষি আব্দুল হালিম, সোরপাই গ্রামের খুরশেদ আলমসহ মানিকগঞ্জের প্রত্যেক চাষিই মরিচের ভালো দাম পাওয়ায় হাসি ফুটে উঠেছে মরিচচাষিদের মুখে। মানিকগঞ্জ জেলায় কাঁচা মরিচের জন্য বিখ্যাত এলাকাগুলোর মধ্যে হরিরামপুরের ঝিটকা, কৌড়ী, গাঙডুবি, ঘিওর উপজেলার সোরপাই, ধলাই, বাঠইমুড়ী, এলাকা বিশেষভাবে পরিচিত। এ বছর মানিকগঞ্জে মরিচের ফলন তেমন ভালো হয়নি। ফলন ভালো না হওয়ার প্রধান কারণ হিসেবে প্রচন্ড তাপদাহকেই দায়ী করছেন কৃষকরা। তবে ঘূর্ণিঝড় ফণীর পর থেকে মাঝে মধ্যে একটু বৃষ্টি হওয়ায় আশার আলো জাগিয়েছেন মরিচচাষিদের। তারা মনে করছেন বৃষ্টির কারণে ফলন ভালো হবে। আর বর্তমান দাম যেভাবে আছে সেভাবে থাকলে গেল বছরের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। বৃহস্পতিবার মরিচের বাজার ঘুরে দেখা যায়, পাইকারি প্রতি কেজি মরিচ ৫০ টাকা থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কেজি প্রতি ৭০ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মরিচচাষি সুবীর সরকার জানান, গেল বছর মরিচের বাম্পার ফলন হওয়ায় পানির দরে বিক্রি করতে হয়েছে। ক্ষেত থেকে মরিচ তুলার খরচও উঠাতে পারনি। বিক্রি করতে না পেরে হাটে নিয়ে বস্তাসহ ফেলে আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এ বছর প্রচন্ড তাপদাহের কারণে ফলন ভালো হয়নি ঠিকই, তবে বাজারে ভালো দাম পাচ্ছি। এমনি দাম থাকলে গেল বছরের যে লোকসান হয়েছে তার কিছুটা পুষিয়ে উঠতে পারব।