গলাচিপায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় সড়ক পাকাকরণের কাজে নিম্নমানের ইট, খোয়া ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রোহান ট্রেডার্সের প্রোপ্রাইটর রফিক সিকদারের বিরুদ্ধে। সরেজমিন উপজেলার গোলখালী ইউনিয়নে গিয়ে দেখা গেছে, গোলখালী ইউনিয়ন পরিষদ থেকে গোলখালী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক পাকাকরণ কাজে এমনই নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে যে, হাত দিয়ে একটু চাপ দিলেই ইট ভেঙে যায়। জানা গেছে, এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য বশির মাতুব্বর গত ২১ মে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা, গলাচিপা উপজেলা এলজিইডি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর বরাবর ওই ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ইউপি সদস্য বলেন, এলাকাবাসী কাজ বন্ধ করার দাবি জানালে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর ওই ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রোহান ট্রেডার্সের প্রোপ্রাইটর রফিক সিকদার জানান, কাজের বিষয়ে তিনি কিছুই জানেন না। সবকিছু তার ম্যানেজার জানেন। বিস্তারিত জেনে তিনি জানাবেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ না হবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে।