পুঠিয়ায় সরাসরি ধান কিনলেন ইউএনও

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
এবার গ্রামে গিয়ে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় করলেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওলিউজ্জামান। শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় গিয়ে সরকারি নির্ধারিত মূল্য ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. মোফাজ্জল হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরদার, খাদ্য পরিদর্শক নবী নওয়াজেস প্রমুখ। ইউএনওর নিকট ধান বিক্রয় করেন কৃষক নিতাই দাস, মো. সেলিম হোসেন, মো. জাহিদুর রহমান, মনিরুল হকসহ অনেকে।