মোলস্নাহাট হাসপাতালে চিকিৎসক সংকট

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

মোলস্নাহাট (বাগেরহাট) সংবাদদাতা
মোলস্নাহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার হাজারো মানুষ। জানা যায়, মোলস্নাহাট উপজেলাবাসীসহ আশপাশ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার পথ সুগম করতে জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির প্রচেষ্টায় ৩০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের পুরনো ভবন সংস্কার ও আধুনিক নতুন ভবন নির্মাণের মাধ্যমে উন্নীত হয় ৫০ শয্যায়। নতুন ভবনে রোগীদের কেবিন, পৃথক আধুনিক ৩টি ওটিসহ সুচিকিৎসার জন্য প্রয়োজনী সরঞ্জাম প্রদান করা হয়। অথচ কয়েক বছর পূর্বের তুলনায় বর্তমানে চরমভাবে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। মোলস্নাহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মোট ১৬ জন চিকিৎসকের স্থলে সাতজনকে পদায়ন/কর্মরত এবং ৯ জনের পদ শূন্য দেখানো হয়েছে। উক্ত সাতজনের মাঝে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ও মাত্র দুইজন মেডিকেল অফিসার বাস্তবে কর্মরত আছেন। অপর চারজন চিকিৎসক বিভিন্ন তারিখে যোগদানের পর থেকে অনুপস্থিত এবং এখানে আর আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। ল্যাব টেকনিশিয়ান এবং ডেন্টাল টেকনিশিয়ান দুইজনেই চার বছরের জন্য কোর্স করতে গেছেন। সুইপার পাঁচজনের স্থলে মাত্র দুইজন থাকায় গোটা হাসপাতালের পরিবেশ থাকে নোংরা। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল গফুর বলেন, মোলস্নাহাটের বিশাল জনগোষ্ঠীর জন্য মাত্র দুইজন মেডিকেল অফিসার এবং নিজে হিমসিম খাচ্ছেন। \হতিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিকিৎসক চেয়ে আবেদন করেছেন বলে জানান।