কুমিলস্নায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিলস্না মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ -যাযাদি
দীর্ঘ প্রায় ১৯ বছর পর আগামী ৬ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিলস্না মহানগর শাখার কর্মী সম্মেলন। এদিন সকাল ৮টায় কুমিলস্না টাউন হল ময়দানে আয়োজিত সম্মেলনে দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি ও নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুলস্নাহ মু. তাহের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা মওলানা এটিএম মাছুম, মওলানা আব্দুল হালিম, মুহাম্মদ আবদুর রব, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিলস্না দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান ও কুমিলস্না উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।
এর আগে সর্বশেষ ২০০৫ সালে কুমিলস্না টাউন হল ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলন হয়েছিল।
বুধবার কুমিলস্না টাউন হল মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিলস্না মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিলস্না দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট. মু. শাহজাহান, উত্তর জেলা আমীর আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোলস্না প্রমুখ। এ সময় দলটির জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ের শুরুতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ জানান, দীর্ঘ প্রায় ১৯ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে ১০ সহস্রাধিক কর্মীর সমাগম হবে। কুমিলস্না টাউন হল মাঠে পুরুষদের জন্য এবং প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহিলাদের জন্য আয়োজন থাকবে। এ কর্মী সম্মেলনকে কেন্দ্র করে কুমিলস্না টাউন হল মাঠ, কান্দিরপাড় ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হওয়ার আশা প্রকাশ করেন তারা। কর্মী সম্মেলনস্থল ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে।