যশোরে ব্যতিক্রমী খাদ্য ও কৃষিপণ্য প্রদর্শনী

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরের তরুণ ও নারী উদ্যাক্তাদের 'অন দ্য জব' প্রশিক্ষণের সমাপনী আয়োজনে ব্যতিক্রমী খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনীতে অতিথিরা -যাযাদি
যশোরে কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে হরেক রকম ব্যতিক্রমী খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ধর্মতলা এলাকার প্রিজম এগ্রো এন্ড ফুড' মিলনায়তনে তরুণ ও নারী উদ্যোক্তাদের ১২ দিনব্যাপী এ 'অন দ্য জব' প্রশিক্ষণ সম্পন্ন হয়। কৃষি বিপণন অধিদপ্তরের 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অঙ্গ)' শীর্ষক প্রকল্পের আওতায় প্রিজম এগ্রো এন্ড ফুড'র আয়োজনে ২৫ জন তরুণ ও নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া নারী উদ্যোক্তা নূর শাহানা কলি জানান, তিনি দীর্ঘদিন ধরে 'ইনডোর পস্ন্যান্ট' নিয়ে কাজ করছেন। ঘরের সৌন্দর্য ও নান্দনিকতা বহুগুণ বাড়িয়ে দেয় এই 'ঘরের গাছ'। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা। আরও অতিথি ছিলেন, বশেমুরবিপ্রবি কৃষি অনুষদের ভিজিটিং প্রফেসর ড. সুনীল কুমার রায়। প্রিজম এগ্রো এন্ড ফুড'র ব্যবস্থাপনা পরিচালক মুসলিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক ইজারাদার ফজলুল হক, সাংবাদিক মিলন রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রশিক্ষক মানস বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন, প্রিজম হোটেল ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান বশির আহমেদ চন্দন। সুলাইমান হোসেনের পরিচালনায় উদ্যোক্তদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করেন আসাদ হোসেন, ফতেমা খাতুন প্রমুখ।