আজ সাংবাদিক নৃপেন বিশ্বাসের প্রয়াণ দিবস
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঘাটাইলে (টাঙ্গাইল) প্রতিনিধি
আজ ৭ ডিসেম্বর, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, টিভি অনুষ্ঠান নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেন বিশ্বাসের ২১তম প্রয়াণ দিবস।
এ উপলক্ষে নৃপেন বিশ্বাস স্মৃতি সংসদ, ভূঞাপুর, ঘাটাইল ও গোপালপুর প্রেস ক্লাব এবং তার পরিবার কর্মসূচি গ্রহণ করবে বলে নৃপেন বিশ্বাস স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজন বিশ্বাস নিশ্চিত করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণ সভা, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও কৃর্তানুষ্ঠান।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নন্দনগাতি গ্রামে ১৯৫৬ সালে ২ ফেব্রম্নয়ারি নৃপেন বিশ্বাস প্রথম পৃথিবীর আলো দেখেন। এরপর ধীরে ধীরে শৈশব, কৈশোর কাটান। নন্দনগাতি গ্রামের সেই শিশুটি হয়ে উঠেছিলেন জাতীয়ভাবে পরিচিত একজন সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও অনুষ্ঠান নির্মাতা। যার ডাক নাম মঙ্গল। গ্রামের সবাই তাকে এ নামেই ডাকতো। বাবার নাম গোপাল বিশ্বাস, মা মালতী বিশ্বাস।
টাঙ্গাইল থেকে প্রকাশিত পাক্ষিক 'ঝংকার' পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন নৃপেন। ১৯৮০ সাল থেকে যেটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতো। সে সময় 'দৈনিক বাংলার বাণী' পত্রিকায় ঘাটাইল থেকে নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি। ঘাটাইলের সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির নানা ঘটনার সঙ্গে ছিল তার নিবিড় সম্পৃক্ততা।