গাংনীতে ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড বাজার এলাকায় আধুনিক টাওয়ারে শাখাটি উদ্বোধন করা হয়।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মাহবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাকসুদুর রহমান, গাংনী ইউএনও প্রীতম সাহা, মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।
বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরিয়াহ সেক্রেটারিয়েট মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মজনুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখা প্রধান মাসুদ করিম। আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান, সেক্রেটারি ইকবাল হোসেন, মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমির ডা. রবিউল ইসলাম প্রমুখ।