গৌরীপুরে ভ্রাম্যমাণ চা বিক্রেতার কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ইউএনও

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুরে ভ্রাম্যমাণ চা বিক্রেতা তোতা মিয়াকে (৬৫) কর্মসংস্থান করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মো. শাকিল আহমেদ। তোতার একমাত্র ছেলে শারীরিক প্রতিবন্ধী, সে-ও সংসারের কোনো কাজ করতে পারে না। বৃদ্ধ বয়সে চায়ের কেটলি হাতে নিয়ে প্রতিদিন বের হতেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওগাঁও গ্রামে। তোতা মিয়া জানান, দোকানের জন্য বৃহস্পতিবার দোকানের মালামাল ও চায়ের কেটলি, চা-পাতা, চিনিসহ মনোহারি পণ্য কিনে দিয়েছেন ইউএনও। সন্ধ্যায় গৌরীপুর সমাজসেবা কার্যালয়ের সামনে এসব মালামাল আমাকে কিনে দেন। গৌরীপুর সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান, অধিদপ্তর থেকে তোতাকে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩০ হাজার টাকা ব্যয়ে একটি দোকান ঘর নির্মাণ, মালামাল ক্রয় ও কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ বলেন, 'এই বয়সে তোতা মিয়া অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে চা বিক্রি করতেন, বিষয়টি অতি দুঃখের। তাছাড়া সরকার সব সময় অসহায়-অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল হতে সাহায্য-সহযোগিতার মাধ্যমে অনুপ্রাণিত করে আসছে।'