দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে গারোদের ওয়ানগালা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ -যাযাদি
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব পালিত হয়েছে। গত শুক্রবার বিকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ, আদিবাসী লেখক ও গবেষক রেভা: মনীন্দ্র নাথ মারাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এসএম শামীম আকতার, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারী পুলিশ সুপার আক্কাস আলী, ডন বসকো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কুচওয়ালিক, আদিবাসী গবেষক জন ক্রসওয়েল খকশি, ডন বসকো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা প্রমুখ। আলোচনা শেষে গারো সম্প্রদায়ের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল এবং উপজেলা শিল্পকলা একাডেমি সংগীত ও নৃত্য পরিবেশন করে।