সবাই বিএনপির নেতা সাবেক হওয়ার সুযোগ নেই :মাহিদুর

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেছেন, 'বিএনপি'র সাবেক নেতা বলতে কোন শব্দ নেই। সবাই বিএনপির নেতা। তাই সাবেক হওয়ার সুযোগ নেই।' গত শুক্রবার চৌদ্দগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিংগুলা হাইস্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলের উদ্যোগে এবং কুমিলস্না দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ কবির শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া জিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্ট, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, চিওড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু। জেলা বিএনপি নেতা মফিজুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।