'বাংলাদেশের হিন্দু সম্প্র্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে'

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
বাংলাদেশের হিন্দু সম্প্র্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানঞ্জুর আল মতিন বলেছেন, 'বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু-মুসলিম সবার বাংলাদেশ। তবে যে ঘটনা ঘটেছে, তা আমাদের স্বীকার করতে হবে, সেটি প্রতিবিধানের চেষ্টা করতে হবে। অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভারতের গণমাধ্যম যে মিথ্যাচার প্রতিনিয়ত করছে, সেগুলোর বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার।' শনিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কোরআন অবমাননার জেরে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে উপরোক্ত মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, 'আমরা হিন্দু-মুসলমান ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, এটা মনে রাখতে হবে।' তিনি আরও বলেন, 'এ দেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্যই হবে আমাদের একমাত্র হাতিয়ার।' মানঞ্জুর আল আরও বলেন, 'কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন।' এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ, চিকিৎসক ও এ্যাক্টিভিস্ট তাজনুবা জাবিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।