মেহেরপুরের গাংনীতে সঠিক রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীদের মানববন্ধন -যাযাদি
ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদল নেতা হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। এ ছাড়াও মেহেরপুরের গাংনীতে সঠিক রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর লাশ শুক্রবার রাতে নিজ বাড়িতে পৌঁছে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান খুকু ফুটবল টুর্নামেন্টের সময় ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে গত ২৭ নভেম্বর বাকবিতন্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা সোহাগ চৌধুরীর ওপর হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় মৃতু্যবরণ করেন। এদিকে এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ আজিজুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান জামান, ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির প্রমুখ। অপরদিকে হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে শনিবার ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন- ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী। সঞ্চালনা করেন- উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ আশিক মন্ডল। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম, গৌরীপুর ইউনিয়নের সভাপতি সুমন মিয়া, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জয় মিয়া, মাওহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম ফকির, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় চৌধুরী, দপ্তর সম্পাদ রুবেল মিয়া প্রমুখ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কষবা গ্রামে টেন্ডার হওয়া রাস্তা নির্মাণ না করে অন্য রাস্তা নির্মাণ করার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামবাসী। সঠিক রাস্তাটি নির্মাণের দাবিতে রোববার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, কষবা গ্রাম থেকে তুলাউড়ি সড়কটি মেহেরপুর সদর ও চুয়াডাঙ্গার সঙ্গে যোগাযোগ এবং চাষাবাদের জন্য এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ পুরাতন এই কাঁচা সড়কটির আইডি তৈরি করে পাকাকরণের লক্ষ্যে টেন্ডার দেয় এলজিইডি। কয়েক মাস আগে টেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে নির্মাণসামগ্রী ফেলা হয় রাস্তার পাশের। কাজ শুরুর আগে এলজিইডি থেকে ওই রাস্তা নির্মাণ না করে পাশের আরেকটি রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। কয়েক মাস ধরে এলজিইডিতে ঘুরে কোনো সুরাহা না হওয়ায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা।
মানবন্ধনে বক্তব্য রাখেন- ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, স্কুল শিক্ষক কামাল হোসেন লাল্টুসহ স্থানীয় নেতারা। এদিকে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, যখন রাস্তাটির আইডি তৈরি হয়, তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। এখন কিছুই করার নেই।