বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লাঞ্ছিত করার অভিযোগ
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান সোহেলের বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা দাবি ও লাঞ্ছিত করার অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন তার কমিটির অপর যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন। রোববার দুপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাচারি বাড়ি এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় দালাল বাজার খোয়া সাগরদীঘির পাড়ে একটি বৈঠকখানায় ভুক্তভোগী স্বপনকে ডেকে নেয় অভিযুক্ত সোহেল চেয়ারম্যান। সেই বৈঠকখানায় জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুইজনে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত ব্যক্তি স্বপনকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং হুমকি-ধামকি দেন। এ নিয়ে ভাড়াবাড়ি করলে ফের তুলে নিয়ে মারধর করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সদর পশ্চিম বিএনপি যুগ্ম-আহ্বায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, চররুহিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদ উদ্দিন মাস্টার, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সদর থানা তাঁতিদলের সাধারণ-সম্পাদক মোসাদ্দেক হোসেন জিকু ও চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিম চৌধুরী।