দরগাপাশায় ফসলরক্ষা বাঁধের পিআইসি গঠনে গণশুনানি
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শান্তিগঞ্জ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে হাওড় এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, স্কিম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। এ সময় উপস্থিত কৃষকদের মতামতের ভিত্তিতে প্রকৃত কৃষক প্রকল্পের জন্য আবেদন করেছেন কি না তা নিশ্চিত হন তিনি। অন্যান্য বছর যারা বাঁধের ভালো কাজ করেননি তাদেরকে এ বছর প্রকল্প দেওয়া হবে না বলেও জানান তিনি। বাঁধের কাজে কোনো গাফিলতি, অনিয়ম হলে পিআইসি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হবে এবং ২৮ ফেব্রম্নয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে বলে জানান ইউএনও সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানি চৌধুরী, পাউবো কর্মকর্তা (এসও) আবদুল মোমিন, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুটি মিয়া, উপজেলা জামায়াতের আমির আবু খালেদ, এমদাদ মিয়াসহ স্থানীয় কৃষক প্রমুখ।