ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে ধলাপাড়া ইউনিয়ন বিএপির আয়োজিত ধলাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোহার সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও আধুনিক ঘাটাইলের রুপকার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুখ হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর প্রমুখ।