সতীহাটের গোহাটিতে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ নিরসনে সতীহাট গোহাটিতে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। রোববার সকাল সাড়ে ৯ টায় এই আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া।
এ সময় গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী, ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য বিমল কুমার, আব্দুল আলীম, শাহাদত হোসেন, আস্তান আলী মোলস্না এবং কামরুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, 'সতীহাট গোহাটিতে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ নিরসনে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'