নোয়াখালীতে ৫১ পরিবার বিনামূল্যে পেল নলকূপ

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারে বিশুদ্ধ পানির সংকট দূর করার লক্ষ্যে বিনামূল্যে অগভীর নলকূপ হস্তান্তর করে আন নুর ফাউন্ডেশন নামে একটি সামাজিক সম্প্রীতিমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার সকালে উপজেলার মীর আলীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা মূল্যের এসব নলকূপ হস্তান্তর করা হয়। এ সময় আন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ তাজুল ইসলাম মাদানী জানান, বন্যায় যেসব পরিবার গৃহহীন হয়েছে, সেই সব পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এছাড়া দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করে সংগঠনটি। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি কেএম শফিউল ইসলাম, সম্পাদক মুফতি সুলতান মাহমুদুর রহমান, নির্বাহী সদস্য মো. ওয়াহিদুর রহমান, মীর আলীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মুফতি শিব্বির আহম্মেদসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।