যারা আইন ভঙ্গ করে বাল্যবিয়ে ঘটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা :ইউএনও নিলুফা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেছেন, 'বাল্যবিয়ে একটি সামাজিক সমস্যা যা শিশুদের ভবিষ্যৎ ও শারীরিক-মানসিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। বাল্যবিয়ে রোধে বিশেষ করে আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় কমিউনিটির সম্পৃক্ততা, মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়ন, সমন্বিত উদ্যোগ গ্রহণ, যারা আইন ভঙ্গ করে বাল্যবিয়ে ঘটায়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত 'চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট' এর প্রশাসন, পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে বাল্যবিয়ে রোধে সেবা প্রদানে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান। সভায় প্রজেক্ট শেয়ারিং করেন কমিউনিকেশন, ডিজাইন, ইনোভেশন এবং নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট এমডি ইয়াসিন আরাফাত। উপস্থাপনায় ছিলেন মবিলাইজেশন ও সিস্টেম স্টেনথেটিং অফিসার লিমা মেরি রোজারিও। সভায় বক্তারা জানান, এই বাল্যবিবাহের প্রধান কুফল হলো নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিয়ের কারণে মাতৃমৃতু্যর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। গ্রাম পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশ এ ক্ষেত্রে ফলপ্রসূ হবে।