আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন বন্ধে নেই কোনো উদ্যোগ

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিনে দূষিত হচ্ছে পরিবেশ -যাযাদি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পৌর সদরসহ উপজেলার সব কয়টি হাটবাজার এবং রাস্তার মোড়গুলোর দোকানপাটে নিষিদ্ধ পলিথিনে দ্রব্যসামগ্রী বিক্রি ও বহন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আড়াইহাজার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় শতাধিক হাটবাজার ও প্রায় দেড় শতাধিক রাস্তার মোড়ে অসংখ্য দোকানপাট রয়েছে। এসব দোকানপাটে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে দ্রব্যসামগ্রী বিক্রি করা হচ্ছে। ক্রেতারা পলিথিনে করে দ্রব্যসামগ্রী বহন করে নিয়ে যত্রতত্র পলিথিন ফেলে রাখেন। পলিথিন অপচনশীল হওয়ায় যেখানে ফেলে রাখা হয়, সেখানে পলিথিনের স্তুপে পরিণত হচ্ছে। ফসলি জমিতে এসব পলিথিন পড়ে থাকলে জমির উৎপাদন ক্ষমতা কমে যায়। এর আগে দেশে যে সরকার ক্ষমতায় এসেছে, পলিথিনের ব্যবহার বন্ধ করার জন্য বিভিন্ন সময় উদ্যোগ নিলেও সেগুলো আলোর মুখ দেখেনি। এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।