সারাদেশে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার প্রমুখ।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে সোমবার উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সোমবার ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা শিরিনা আক্তার।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে সোমবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ইউএনও জামশেদুল আলমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন, ওসি মো. সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচি নাথ, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, নির্বাচন কর্মকর্তা হারুন মোলস্না, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর রহমান, পলস্নী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রম্নব জ্যোতির্ময় গোপ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, এনজিও প্রতিনিধি জয়া প্রসাদ, জয়িতা নারী শেফালী বেগম, শংকরী রাণী, রাবেয়া খাতুন, এমেলী হেমরম, হোসনে আরা বেগম প্রমুখ।
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় সোমবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোলস্না, সভাপতি তৌফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।
ঈদগাঁও প্রতিনিধি জানান, কক্সবাজারের ঈদগাঁওতে সোমবার জাহানারা বালিকা স্কুলে সভাপতিত্ব করেন একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বিশেষ অতিথিদের মধ্যে ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান, অধ্যক্ষ জসিম উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ডা. তৃণা সাহা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ, ছাত্র প্রতিনিধি হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, সদরপুর থানার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান, প্রকৌশলী মমিন, পলস্নী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য প্রমুখ।
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শ্রীপুরে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও রাখী ব্যানার্জীর সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। অন্যদের মধ্যে অতিথি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোলস্না মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক বিউটি রানী ও নির্বাচিত ৫ জন জয়িতাদের মধ্য থেকে শীলা রানী বিশ্বাস, সাবিনা ইয়াসমিন ও তানজিরা সালমাসহ আরোও অনেকে।
রাজস্থলী প্রতিনিধি জানান, সোমবার রাজস্থলীম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে ইউএনও সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের কচুয়ায় সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে সামবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা তদন্ত কর্মকর্তা বাবলু পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওগাঁ পলস্নী বিদু্যৎ সমিতির জোনাল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন প্রমুখ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে সোমবার পৌর সভাকক্ষে এক আলোচনা সভায় গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী ও যুব উরন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে ৫ জয়িতাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও মো. বরকত উলস্নাহ সভাপতিত্বে ও নিজাম উদ্দিন জালালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, পানিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুলস্নাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত (জয়নাল হোসেন, জগন্নাথপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু।
লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার লাকসামে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও কাউসার হামিদ। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল আমিন, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাশ, বিএনপি নেতা নুর হোসেন, আবদুর রহমান বাদল, লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ, সাংবাদিক মশিউর রহমান সেলিম, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল। জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন উমা ঘোষ ও পান্না আক্তার।