বিভিন্ন অপরাধে বরিশাল, জয়পুরহাট ও সাতক্ষীরার তালায় তিনজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বরিশাল অফিস জানান, বরিশালে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ সাইফুর রহমানকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা শাখা পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকা থেকে আটক করে। মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক মাদক বিক্রেতা সাতক্ষীরার শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামের মৃত শেখ আহদুলস্নাহর ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট সদর উপজেলার ভাদশা এলাকা থেকে মিনি ট্রাকে করে গাঁজা বহনের সময় ৫৯ কেজি গাঁজাসহ ইব্রাহিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব। রোববার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার ভাদশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ইব্রাহিম কুমিলস্না জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলবদী গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় স্থানীয় খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে, কি কারণে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ তা এরিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যাইনি। এ ব্যাপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।