মরিচ চাষে স্বাবলম্বী দামুড়হুদার সাগর

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের কৃষক সাগর আলী। দামুড়হুদা উপজেলায় চলতি মৌসুমে প্রথম অবস্থায় আবহাওয়া প্রতিকূল থাকলেও কিছুদিন পরে আবহাওয়া অনুকূলে আসায় ও জমি চাষের উপযোগী মরিচ চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন। দাম ভালো পেয়ে আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছেন তিনি। জানা যায়, চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হওয়ায় বেশি দাম পাওয়ায় বেশ খুশি কৃষক সাগর। সাগর আলী বলেন, 'আমার উপজেলার চন্দ্রবাস গ্রামের বারাকপুর মাঠে ২৫ কাঠা জমিতে মরিচ উৎপাদনে খরচ পড়ে ২৫-৩০ হাজার টাকা। মরিচ বীজ রোপণের ৪৫-৫৫ দিনের মধ্যে মরিচ তোলা যায়।' তিনি আরও জানান, প্রতি মণ মরিচের গড় বাজারমূল্য তিন হাজার ৫০০ টাকা হিসেবে বিক্রি করছে। এতে এ বছর তিন লাখ টাকার বেশি বিক্রি করেছি আরও ৫০ হাজার টাকা বিক্রি করা যাবে এ আশা করছি। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, 'এ বছর দামুড়হুদা উপজেলায় ৩৯২ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া মরিচ চাষের জন্য খুবই উপযোগী।'