পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে 'রেডকার্ড' প্রদর্শন কর্মসূচি

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

রাবি প্রতিনিধি
পোষ্য কোটা বাতিলের দাবিতে 'রেডকার্ড' প্রদর্শন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা 'কোটা না মেধা মেধা মেধা' 'সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে' ইত্যাদি সেস্নাগান দিতে থাকেন। বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত মিশু বলেন, 'নতুন করে সেই পতিত কোটাকে যারা আবার জীবন দিতে চাচ্ছে তাদেরকে আমরা লালকার্ড দেখিয়ে দিচ্ছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনার মুক্তমঞ্চে আমরা পোষ্য কোটা পক্ষে ও বিপক্ষে বিতর্কের আয়োজন করতে যাচ্ছি।' কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, 'আমরা চাই আগামীকালের ডিবেটে শিক্ষকদের প্রতিনিধি আসুক। তারা যদি যুক্তি দেখাতে পারে এবং আমাদের সঙ্গে ডিবেট করে জিততে পারে যে তারা পোষ্য কোটার পক্ষে প্রতিনিধিত্ব করবে আর আমরা পোষ্য কোটার বিপক্ষে প্রতিনিধিত্ব করব মেধাবীদের পক্ষে। যদি তারা জিততে পারে তাহলে পোষ্য কোটা আমরা মেনে নেব। স্বাধীনতা-পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা চাই একাডেমিক জায়গাগুলো স্বচ্ছ থাকুক।'