তালতলীতে যুবদল নেতাকে ভয়েস মেসেজে হত্যার হুমকি
প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার নাইমকে ভয়েস মেসেজে হত্যার হুমকি দিয়েছে নাইদুর রহমান নামের এক যুবক। হত্যার হুমকির বিচার চেয়ে থানায় জিডি করেছে যুবদল নেতা।
গত রোববার রাতে তালতলী থানায় হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেন যুবদল নেতা শাহরিয়ার আহম্মেদ আবির (নাইম)। শাহরিয়ার নাইম উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকের ছেলে।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার আহম্মেদ আবির (নাইম) বলেন, 'আমি সদ্য তালতলী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছি। নির্বাচন-পরবর্তীতে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করে আসছে একটি গ্রম্নপ। এছাড়াও আমার রাজনৈতিক প্রতিপক্ষ গ্রম্নপ উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করে আসছে। আমাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্যই এই হত্যার হুমকি দিয়েছে।'
এ বিষয়ে তালতলী থানার ওসি ইমরান আলম বলেন, 'হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে হুমকিদাতাসহ ইন্ধনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।'