অভয়নগরে পালন হয়নি 'মুক্ত দিবস'

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অভয়নগর (যশোর) প্রতিনিধি
১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে হানাদারমুক্ত হয়েছিল অভয়নগরের মাটি ও মানুষ। উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। তাই প্রতি বছর ৯ ডিসেম্বর আসলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়ে থাকে অভয়নগর মুক্ত দিবস। তবে এ বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সোমবার নিরবেই পার হয়ে গেল অভয়নগর মুক্ত দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বা অন্যান্য সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। যে কারণে নিরবেই কেটে গেলো ৯ ডিসেম্বর অভয়নগর মুক্ত দিবস। এ ব্যাপারে সোমবার অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খান বলেন, 'উপজেলা প্রশাসনের আয়োজনে গত সপ্তাহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ৯ ডিসেম্বর উদযাপনের বিষয়ে প্রস্তাব রাখা হলে উপস্থিত সকলে তা এড়িয়ে যান। যে কারণে স্বাধীনতার পর এই প্রথম অভয়নগরে অভয়নগর মুক্ত দিবস উদযাপন করা সম্ভব হচ্ছে না। এছাড়া গণকবর ও স্মৃতিসৌধে মাহফিলের মঞ্চ করা হয়েছে।' ১৯৭১ সালের ৯ ডিসেম্বর সকালে ত্রিমুখি আক্রমে হানাদারবাহিনী পরাজয় নিশ্চিত ভেবে খুলনা জেলার ফুলতলা উপজেলা ও শিরোমণি এলাকায় পালিয়ে যায়, হানাদার মুক্ত হয় অভয়নগর।