দীর্ঘ ১১ বছর পর ফরিদগঞ্জে যুবদলের ৩ কর্মী হত্যায় মামলা, আসামি ৭৩৫

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
র্দীঘ ১১ বছার পর ফরিদগঞ্জে তিন যুবদল কর্মী হত্যার মামলা আদালতে দায়ের করা হয়েছে। গত রোববার ফরিদগঞ্জ আমলী আদালতে মামলাটি করেন নিহত যুবদল কর্মী আরিফ হোসেনের ভাই দেলোয়ার হোসেন। ৩৩৫ জন নামিও এবং ৪শ' জনকে অজ্ঞাত করে ৭৩৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় ১৮ দলীয় জোট। ওই দিন বিকাল ৪টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন ফরিদগঞ্জ উপজেলার জোট নেতাকর্মীরা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একযোগে মিছিলে অতর্কিত হামলা চালায়। ফরিদগঞ্জ থানার তৎকালীন ওসি নাজমুল হকের দেওয়া তথ্যানুসারে মিছিলে ২৪২ রাউন্ড শর্টগানের গুলি, ২৯ রাউন্ড চায়না পিস্তলের গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোঁড়া হয়। এতে মিছিলে গুলিবিদ্ধ হয়ে যুবদলের তিন কর্মী জাহাঙ্গীর বেপারী, আরিফ হোসেন ও বাবুল ভূঁইয়া নিহত হন।পরিবারের পক্ষ থেকে ওই সময়ে মামলা করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের পাল্টা মামলার কারণে তাদের মামলাগুলো টেকেনি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৮ ডিসেম্বর আদালতে মামলা করেন নিহত আরিফ হোসেনের ছোট ভাই দেলোয়ার হোসেন। মামলায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৩৩৫ জনের নাম উলেস্নখ এবং অজ্ঞাত ৪০০ জনসহ মোট ৭৩৫ জনকে আসামি করা হয়েছে। তবে এতে পুলিশ কিংবা প্রশাসনের কাউকে আসামি করা হয়নি।