ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃতু্য

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় রাম বাবু তেলী (৫৫) নামক এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের গোবিন্দ তেলীর ছেলে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে খুলনা-ফরিদপুর- ঢাকা রেল লাইনের ভাঙ্গা উপজেলার নাজিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা রেলওয়ে স্টেশন থানার উপ- পরিদর্শক নুরুন্নবী মন্ডল জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে রাম বাবু তেলী রেললাইনে হাঁটছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা-বেনাপোলগামী ট্রেন 'বেনাপোল এক্সপ্রেস' ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। পরে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ভাঙ্গা থানার উপপরিদর্শক রামপ্রসাদ চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর রেল লাইনের পাশ থেকে রাম বাবু তেলী নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।