সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
আলোচনা সভা
ম ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে ন্যাশনাল প্রেস সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন- লেখক ও মানবাধিকার কর্মী আজাহার রাজা। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল ও নূর আফতাব রুপম।
সমঝোতা স্বাক্ষর
ম রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফিতে ছাড় প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এক সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। মঙ্গলবার জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। অবসরপ্রাপ্ত শিক্ষকরাও এ সুবিধার আওতায় থাকবেন। এ বিষয়ে গত ২৪ নভেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রধান ফরিদ মো. শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।
সংবর্ধনা প্রদান
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা জানিয়েছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার রাতে হাজীপুর বাজার বিএনপি কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন জিনারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আহ্বায়ক সোহরাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাচ্ছু, বিএনপি নেতা আকরাম হোসেন মড়ল, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন আকন্দ, আকরাম হোসেন ভূইয়া, মজনু মিয়া, মোস্তাফিজুর রহমান কাজল, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, মোস্তফা মির্জা, আনাস মিয়াসহ অনেকে।
কর্মী সম্মেলন
ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন শাখার আয়োজনে গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিলস্না দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিলস্না দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিলস্না দক্ষিণ জেলা সহ-সেক্রেটারি ডা. আব্দুল মুবিন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার।
দোয়া মাহফিল
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক নওরোজুল ইসলাম চৌধুরীর মৃতু্যতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব ক্লাব মিলনায়তনে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান সয়ফুর, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই।
মতবিনিময় সভা
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
কাহারোলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে উপজেলার সব দপ্তরের কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কাহারোল উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সঙ্গে কাহারোল উপজেলার সব দপ্তরের কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলার সার্বিক কর্মকান্ড জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন এবং জেলা প্রশাসক কর্মকান্ডগুলোর ওপর সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রস্তুতি সভা
\হহরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে ভবনে সভায় প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলার কৃতী সন্তান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এ সময় ছিলেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম পিন্টু।
কম্বল বিতরণ
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কম্বল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মো. ইশতিয়াক ভূইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
মেলা অনুষ্ঠিত
ম বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে, কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের অর্থায়নে ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক মাঠে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ইলিয়াস প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও দিনাজপুর কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শামসুল হুদা।
আলোচনা সভা
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে বেসরকারি এনজিও সংস্থা বাদাবান সংঘ কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, উপজেলা এনজিও ফোরামের সভাপতি ইউনুসার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সঞ্চালনা করেন বাদাবান সংঘ প্রকল্পের ম্যানেজার জেসমিন সুলতানা।
প্রারম্ভিক কর্মশালা
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই ইউ জি আই পি) অধিন ১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রামগতি পৌরসভার অডিটরিয়ামে রামগতি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পৌর কার্যসহকারী মো. শাজাহানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রকল্পের মাস্টার পস্ন্যান টিম লিডার অধ্যাপক গোলাম মুর্তুজা।
প্রস্তুতি সভা
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিবপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার শেরপুর আবেদ ভিলেজ মাঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার। প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার ও আব্দুর রশিদ মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোলস্না প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম রাজস্থলী (রাঙামাটি ) প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দিনব্যাপী 'পরিবেশ সংরক্ষণ' বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌয়তু মৌজার হেডম্যান কার্যালয়ে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের অ্যাগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে কর্মশালাটির উদ্বোধন করেন- উসিনু মারমা বান্দরবান জুনিয়র কর্মসূচি কর্মকর্তা। এতে সভাপতিত্ব করেন কারিতাস প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, হাবিবুলস্নাহ মেজবা হেডম্যান প্রেমা তালুকদার, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার, হেডম্যান, উথিনসিন মারমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ।
শ্রেষ্ঠ ওসি
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নভেম্বর মাসে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন। জানা গেছে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ।
শীতবস্ত্র বিতরণ
ম রাবি প্রতিনিধি
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে কর্মরত নৈশপ্রহরী ও কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থানে কর্মরত-কর্মচারীদের খোঁজখবর নিয়ে এ উপহার প্রদান করে সংগঠনটি। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শিবির নেতা বলেন, 'মানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের নৈতিক কর্তব্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মুহাইমিন, সেক্রেটারি মো. মোস্তাকুর রহমান জাহিদসহ শিবিরের অন্যান্য নেতা।
নতুন আমির
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. আব্দুল গনি জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন। তিনি সোমবার রাত সাতটায় চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা আমির হিসেবে শপথ নিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান নির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আনোয়ারা উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি জামায়াতের উপজেলা আমির নির্বাচিত হন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে শিশু অধিকার প্রতিষ্ঠায় ধর্মীয় নেতা ও কাজিদের ভূমিকা, সংবেদনশীলতা, সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততা বিষয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিসেফের সুশীলন এনজিও কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও সুশীলনের হেলাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি নিকাহ রেজিস্ট্রার কাজি সালেহ আহমদ, ধনপুর ইউপি নিকাহ রেজিস্ট্রার আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।
নগদ অর্থ বিতরণ
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে কারিতাসের অ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ।
প্রতিরোধে প্রচারাভিযান
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার গোয়ালেরচর ও মাহমুদপুর ইউনিয়নে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পিয়ারা মেম্বারের বাড়িতে দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহলগিরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান, মাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার পেয়ারা বেগম, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রাশিদুল হাসানসহ আরও অনেকে।
স্কুল পরিদর্শন
ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বিবিসির ১শ' প্রভাবশালী নারীর তালিকায় ঠাঁই পাওয়া রিকতা আক্তার বানু'র প্রতিষ্ঠিত বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। মঙ্গলবার দুপুরে রমনা ব্যাপারী পাড়া এলাকায় প্রতিষ্ঠিত রিকতা আক্তার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে তিনি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, সমাজসেবা অফিসার নাজমুল হাসান। এ সময় জেলা প্রশাসক স্কুলটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।