নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছিম, সম্পাদক আলিম

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীতে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্বার্ষিক কাউন্সিল অধিবেশনে উপস্থিত অতিথিরা -যাযাদি
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখার চতুর্থবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে নোয়াখালী জেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা শহরের পিটিআই হলরুমে কাউন্সিল অধিবেশনে জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর এবং ৯টি উপজেলার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিম ফারুকীকে সভাপতি ও মধ্য জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল আলিম ভূইয়া সুজনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।