তারাকান্দায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্যরা -যাযাদি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তালুকদারকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা। বৃহস্পতিবার ইউপি কমপেস্নক্স প্রাঙ্গণে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, গালাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সাবেক সদস্য শামসুল হুদা তালুকদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক এটিএম মোখলেছুজ্জামান মুকুল, ইউপি সদস্য হারেছ উদ্দিন, রুপন মিয়া, মোখলেছুর রহমান, বাদশা মিয়া, জুলেখা খাতুন প্রমুখ।