কেশবপুরে আ'লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ২০
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, যশোর
যশোরের কেশবপুরে বুধবার সন্ধ্যায় উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মঞ্জুর হোসেনের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। তাকে বিএনপি নেতারা অবাঞ্ছিত ঘোষণা করে ও এলাকার বিএনপি নেতা, কর্মী ও কয়েকজন মেম্বার ইউনিয়ন পরিষদ ভবন দখলে রাখেন। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় চেয়ারম্যান এসএম মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান। এ খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা দলবদ্ধভাবে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও তার সমর্থকদের ওপর হামলা করে। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় এলাকার একটি বাজার ভাঙচুর করা হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আফসার গাজী (৪০), বালোকাটি গ্রামের আব্দুল হামিদ (৪৫), মোহাম্মদ সাইফুল (৪০) সাইফুল ইসলাম (৩০), বেতিখোলা গ্রামের ফারুক হোসেন (৪০), রোজিনা খাতুন (৪০)। সদ্য যোগদানকারী কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন সন্ধ্যা সাড়ে সাতটায় জানান, সংঘর্ষের পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।