ফকিরহাটে পুষ্টি বাগান তৈরিতে চারা বীজ ও সার বিতরণ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করার লক্ষে ৯৮জন কৃষক-কৃষানিদের বিনামূল্যে গাছের চারা, সবজি বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে কৃষি অফিস চত্বরে বিতরণের সময় বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুলস্নাহ-আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়সহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ থেকে জানা গেছে, এদিন কৃষকদের ৬ প্রকার জাতের গাছের চারা একটি সিডলেস লেবু, একটি বারি আম-৪, একটি থাই জামবুরা, একটি বন সুন্দরী-১০, একটি কতবেল, একটি পেয়ারা-৮ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া পালং শাক, লাল শাক, ওলকপি, গাজর, মরিচ, রেডবিট, লাউ শাক, বরবটি সিম, পুঁইশাক, বেগুন, ঢেঁড়স, ধুন্দল, চিচিংগা ও কলমি শাক বিতরণ করা হয়েছে। পাশাপাশি তিন প্রকারের সার ও সবজি বীজ সংরক্ষণের জন্য পস্নাস্টিকের পাত্র প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন বলেন, অনাবাদি পতিত জমিসহ বসতবাড়ির আঙ্গিনায় এক ইঞ্চি জমি যাতে পড়ে না থাকে সে জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বসত বাড়ির আঙ্গিনায় এসব চাষ করলে বাড়ির অন্য সদস্যরাও এর পরিচচ্র্া করতে পারবেন। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হবেন।