সচেতনতাই ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে মুক্তির পথ : চসিক মেয়র

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার চসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলকর্ যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মশা নিধনে সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, 'প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। ময়লা জমে থাকা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি। আমাদের প্রচেষ্টা একা যথেষ্ট নয়। স্থানীয় জনগণকে সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতা করতে হবে। এভাবেই আমরা ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে মুক্তি পেতে পারি।' মেয়র বলেন, 'আমরা নিয়মিত মনিটরিং করছি। ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক নেতাকর্মী, মহলস্না কমিটি ও স্থানীয়দের বলেছি পরিচ্ছন্নতা সুপারভাইজার ও পরিচ্ছন্নকর্মীরা ঠিকমত কাজ করছে কিনা, তা দেখবেন। নিজের শহর হিসেবে কিছু দায়িত্ব আপনারাও নেন। যেখানেই মনে করবেন ময়লা আবর্জনা আছে বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন আছে, সেখানে প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারদের সরাসরি ফোন করবেন। যদি সাড়া না দেয়, সেই ব্যবস্থা আমরা করব।' জ্বর দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে মেয়র বলেন, রোগ একবার হয়ে গেলে তো চিকিৎসা নিতে হয় এবং কেউ শক সিনড্রোমে চলে গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কারো লক্ষণ থাকলে অবহেলা না করে ডেঙ্গু সেন্টারে আসতে পারে, আমাদের মেমন-২ হাসপাতালে। সেখানে আমরা ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করে দিই। সেখানে আমরা রোগীও রাখি।' এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। চট্টগ্রামে টেলিভিশন বিস্ফোরণে ঘরে আগুন চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় টেলিভিশনের বিস্ফোরণে বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝাউতলা মাজার গলি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘরের মধ্যে থাকা টেলিভিশনের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। সকাল ১০-৪০ মিনিটের দিকে খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।'