শিবালয়ে মুরগির খামারের দুর্গন্ধে পরিবেশ দুষণ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ের বেলতা গ্রামে বসতবাড়ির সঙ্গে মুরগির ফার্ম দেওয়ায় ফার্মের বর্জ্য ও ময়লা আবর্জনার দুর্গন্ধে বায়ু এবং পরিবেশ দুষণের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার বেলতা গ্রামের আব্দুল মান্নান তার বাড়ির সঙ্গে প্রায় দেড় বছর আগে মুরগির ফার্ম দেন। ওই ফার্মের বর্জ্য ও ময়লা আবর্জনার দুর্গন্ধে আশপাশের মানুষের স্বাভাবিক বসবাস বাধাগ্রস্ত হচ্ছে। মুরগির মলমূত্রের দুর্গন্ধে বয়স্ক ও শিশুসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ওই গ্রামের সানোয়ার হোসেন, দুলাল মুন্সী, বিনোদ কুমার বাড়ুই, রোকেয়া বেগম, রেশমি বেগম, সবুজ মিয়া, কুলসুম বেগম, পপি আক্তারসহ ২৫-৩০ জন জানান, 'সরকারি নিয়ম অমান্য করে বাড়ির সঙ্গে মুরগির ফার্ম দেওয়ায় আমরা ফার্মের ময়লা আবর্জনার দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছি। মুরগির ফার্ম অপসারণ করার কথা বললে উল্টো ফার্মের মালিক আব্দুল মান্নান আমাদের মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। বৃহস্পতিবার ইউএন'র কাছে ফার্ম অপসারণ করার জন্য লিখিত অভিযোগ করা হয়েছে।' এ ব্যাপারে আব্দুল মান্নান বলেন, মুরগির ফার্ম পরিষ্কার করে রাখা হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান মলিস্নক বলেন, মুরগির ফার্মটি অপসারণ করার জন্য বলা হয়েছে। কিন্তু আমাদের কথা শোনেনি। উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন বলেন, বসতবাড়ি থেকে ৩শ' ফুটের মধ্যে মুরগির ফার্ম দেওয়ার নিয়ম নেই। ইউএনও বেলাল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।