উলস্নাপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা
প্রকাশ | ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২
উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের জনসাধারণ ও নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত ওমর ফারুকের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাহী কমিটির সদস্য কাওছার আহমেদ রনির সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় রামকান্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের মাঝে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের ল্েয ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।