পাটকেলঘাটায় ওলামা পরিষদের মানববন্ধন

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় ইজতেমা মাঠে হত্যাকান্ডের প্রতিবাদে ওলামা পরিষদের মানববন্ধন -যাযাদি
পথভ্রষ্ট সাদ পন্থীদের হামলায় টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথীগণ নিহত ও আহত হওয়ার প্রতিবাদে পাটকেলঘাটা ওলামা পরিষদের আহ্বানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে মাওলানা মনিরুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুলস্নাহ, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা শরিফুল ইসলাম, শিক্ষক হাফিজুর রহমান, মাও কারী আব্দুল হামিদ,মাওলানা সাইফুলস্নাহ, আসাদুজ্জামান প্রমুখ। পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার মুহতামিম অনুষ্ঠানের সভাপতি মাওলানা মনিরুল হক বলেন, সাদপন্থীরা আর কোন মসজিদে তাবলীগের কাজ করতে পারবে না। সাদপন্থী সন্ত্রাসী সংগঠন সরকারকে অবিলম্বে যারা তাবলীগের সাথীদের হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন। সবশেষে পাটকেলঘাটা থানার ওসির কাছে স্মারকলিপি দেওয়া হয়।