শেরপুরে বড়দিন-থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

প্রকাশ | ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শেরপুর প্রতিনিধি
শেরপুরে 'বড়দিন' ও 'থার্টি ফার্স্ট নাইটে' আইনশৃঙ্খলা সভায় উপস্থিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানসহ অতিথিরা -যাযাদি
গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'বড়দিন' ও 'থার্টি ফার্স্ট নাইট' উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় উৎসবমুখর পরিবেশে শেরপুরে বড়দিন উদযাপনে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সময়ে মাদকের অপব্যবহার রোধ করা হবে, নিরবচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহ এবং জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো যাবে না। ও সময় মাদকের অপব্যবহার এবং মোটর সাইকেলের লাগামহীন গতি রোধ করা হবে। উন্মুক্ত স্থানে উচ্চ স্বরে গান বাজানো যাবে না। সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর প্রেস ক্লাবের সভাপতি চার্চের নেতৃবৃন্দ।