চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, নারায়ণগঞ্জের ফতুলস্নায় ২০ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও নোয়াখালীর বেগমগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র জব্দ করা হয়। গত সোমবার দিনগত রাত ২টার দিকে আকবর শাহ থানাধীন মিরপুর আবাসিক বড় গ্যাস লাইন এলাকার জঙ্গল ছলিমপুর রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, একটি ডাকাত দল মিরপুর আবাসিক এলাকার জঙ্গল ছলিমপুরে ডাকাতির পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক ডাকাত দলের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ফতুলস্নায় ২০ লাখ টাকা মূল্যের একশ' কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নিক্কন চাঁন ওরফে লিখনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাত ১২টায় ফতুলস্নার লামাপাড়ার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন গ্রেপ্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিখন ওই এলাকার মৃত দয়াল চাঁনের ছেলে।
ফতুলস্না মডেল থানার ওসি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে অভিযান চালিয়ে লিখনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মাদক আইনে মামলা দায়ের করার পর তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে গৃহবধূ শাহনাজ বেগম পিংকিকে (৩০) ছুরিঘাকাতে হত্যা মামলার প্রধান আসামি খালেদ সাইফুল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর নলুয়া জামে মসজিদে তাবলীগ জামায়াত সম্পন্নের শেষ পর্যায়ে অন্য মসজিদে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার খালেদ সাইফুলস্ন্যাহ (২৮) বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নয় নং ওয়ার্ডের চিরনভূইয়ার আব্দুল কাইয়ুম লিটনের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, গত ১৭ ডিসেম্বর কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী পিংকি তার শ্বশুর রেজাউল হকের সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে আসামি খালেদ সাইফুলস্ন্যাহ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। গৃহবধুকে পিংকিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়। গ্রেপ্তার সাইফুল্যাহর বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে নোয়াখালী আদালতে পাঠিয়েছেন।