পাঁচ জেলার সড়কে ঝরল ৭ প্রাণ

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় পাঁচন জেলায় সাতজনের প্রাণহানি ঘটেছে। কেরানীগঞ্জে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই হোন্ডারোহী, ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যান চাপায় ভ্যানচালক, বগুড়ার দুপচাঁচিয়ায় দুইজন ও ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটর সাইকেল-দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃতু্‌্য হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সোহাগ উপজেলার রোহিতপুর মুগারচর এলাকার রঞ্জু মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রোহিতপুর নতুন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও নিহত স্বজনরা জানান, সোহাগ সোনাকান্দা বিসিক শিল্প নগরীতে একটি পস্নাস্টিক কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সকালে কাজের উদ্দেশে বাসা থেকে মোটর সাইকেলসহ বের হওয়ার পর সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে তার মৃতু্য হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান জানান, বাস ও মোটর সাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের মরদেহ স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই হোন্ডারোহী ঘটনাস্থলেই নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার মোলস্নারচর এলাকায় মদনগঞ্জ- নরসিংদী আঞ্চলিক মহাসড়কে (পুরাতন রেলওয়ে সড়ক)। নিহত দুই হোন্ডারোহী সোনারগাঁয়ের আমগাঁও এলাকার বাসিন্দা সহিদুল ইসলামের ছেলে সোহাগ (২৮) এবং একই এলাকার রফিকের ছেলে উজ্জল (৩৫)। এ ছাড়া হোন্ডাতে থাকা অপর যাত্রী মিঠু (২০) গুরুতর আহত হলে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহীসহ হোন্ডাটি নরসিংদী পাসাপোর্ট অফিসে যাওয়ার সময় একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন হোন্ডাটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই দুইজনের মৃতু্য হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপস্থিত জনতা হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় মো. নাইম মন্ডল (২০) নামে এক ভ্যানচালকের মৃতু্য হয়েছে। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিলাধরচর মহলস্নায়। তিনি ওই মহলস্নার আমিনুল ইসলাম মন্ডলের ছেলে। তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। তিনি কয়েক বছর ধওে পরিবার-পরিজন নিয়ে ভাঙ্গায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনাটি ঘটে গত সোমবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহলস্নার আন্ডারপাস এলাকায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের হাসামদিয়া মহলস্নার সার্ভিস রোডে একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃতু্য হয়। উলেস্নখ্য, কাভার্ড ভ্যানটি ভাঙ্গার দিক থেকে ঢাকায় যাচ্ছিল। ভ্যানটি বিপরীত দিক থেকে এসে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ভেতর দিয়ে বের হওয়া মাত্রই কাভার্ড ভ্যানটি ভ্যানচালককে ধাক্কা দেয়। ভ্যানচালক রাস্তার উপর ছিটকে পড়ে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. আব্দুলস্নাহেল বাকী বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক আব্দুল কাদের (৪০) ও হেল্পার আলমগীর (২৪) কে আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- গরুর রাখাল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। মঙ্গলবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের অদূরে এ দুর্ঘটনাটি ঘটেছে। থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল আনুমানিক ছয়টা ৪৫ মিনিটে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পলস্নী বিদু্যৎ অফিসের সামনে বগুড়া অভিমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রম্নতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুই রাখালের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটর সাইকেল-অটোরিকশা সংঘর্ষে সিয়াম শেখ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছে। নিহত সিয়াম উপজেলার কান্দিপাড়া এলাকার শামীম শেখের ছেলে ও ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত সোমবার বিকালে গফরগাঁও-বরমী সড়কের-উথুরী বড় মৃধা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকালে উপজেলার কান্দিপাড়ারা এলাকার শামীম শেখের ছেলে সিয়াম শেখ বোন সেতু আক্তারের বিয়ের বাজার করতে মোটর সাইকেল নিয়ে গফরগাঁও সদরে যাওয়ার উদ্দেশে রওনা হন। পরে গফরগাঁও-বরমী সড়কের উথুরী বড় মৃধা বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা মোটর সাইকেলের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী সিয়াম ও অটোরিকশার দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।