ফার্মেসিতে মিলল দুই বস্তা নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ওষুধ

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ এবং মজুদ করার অপরাধে যুবরাজ মেডিসিন কর্নারের সত্ত্বাধীকারী সুমন মিয়া (৩৫) নামের এক ফার্মেসি ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সুমন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপেস্নক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে ওষুধের ব্যবসা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বাস্থ্য কমপেস্নক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ফার্মেসিতে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ দুই বস্তা ওষুধ জব্দ করা হয়। পরে একটি মামলায় ফার্মেসি মালিক সুমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় গাজীপুর জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদার, বেঞ্চ সহকারী আলামিনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।