কটিয়াদীতে মধ্যরাতে আগুন, অর্ধকোটি টাকার ফার্নিচার পুড়ে ছাই

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে মধ্যরাতে মানিক সূত্রধর এর ফার্নিচারের দোকান আগুন, ফায়ার সার্ভিস এর যান্ত্রিক সমস্যা কারণে অর্ধকোটি টাকার ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সড়কে মানিক সূত্রধর এর ফার্নিচারের দোকানে। জানা যায়, কটিয়াদী বাজারের উপজেলা পরিষদ সড়কের পূর্বপাড়াস্থ মানিক সূত্রধরের দোকানে আগুন দেখতে পেয়ে বাজার পাহাড়াদার তাদের হ্যান্ড মাইকে আগুন আগুন বলে চিৎকার ও নেভানোর জন্য এলাকাবাসীকে ডাকতে থাকেন। এলাকাবাসী গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তাদের গাড়িতে থাকা রিজার্ভ পানি দিয়ে নিভানোর চেষ্টা করে এবং পুকুর থেকে পাম্প মেশিনে পানি তুলতে গেলে মেশিন নষ্ট থাকায় পানি তুলতে পারেনি। পরে পার্শ্ববর্তী বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের রক্ষিত কাঠ, তৈরি ফার্নিচার ও যাবতীয় মালামালসহ দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম ও মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম। কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম জানান, 'রাত ১.৩৩ মিনিটে আমাদের ফোন দিয়ে আগুন লাগার বিষয় জানালে ১.৪২ মিনিটে আমরা ঘটনারস্থলে যাই। পাশের পুকুর থেকে পানি তোলার চেষ্টা করলে মোটরের পাম্প নষ্ট হয়ে যায়। পার্শ্ববর্তী উপজেলা বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দলসহ আমরা আগুণ নিয়ন্ত্রণে আনি।'