প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা
প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উৎধভঃ ঋরহফরহমং ড়হ ঋবধংরনরষরঃু ঝঃঁফু ভড়ৎ :যব চৎব-ঝবৎারপব ঞবধপযবৎ ঊফঁপধঃরড়হ ভড়ৎ চৎরসধৎু ঞবধপযবৎং- শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার ইনস্টিটিউটের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কর্মশালার উদ্বোধন করেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ ও গবেষক দলের প্রধান অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, 'শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই ধরনের যৌথ কর্মশালার আয়োজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় উৎসাহিত করে। শিক্ষা বিষয়ক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এই কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে।'
কর্মশালায় বক্তারা উন্নত বিশ্বের মতো শিক্ষকতা পেশায় যোগদানের আগেই প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০জন কর্মকর্তা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি