যথাযথ মর্যাদায় বড়দিন উদযাপন

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্যদিয়ে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন গীর্জায় প্রার্থনা, কেককাটা, ধর্মীয় সঙ্গীত ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- রাজশাহী অফিস জানায়, বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বুধবার সকালে তিনি মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন কালে ধর্মযাজকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের প্রতি আরএমপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। এরপর তিনি বড়দিন উপলক্ষে সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন। এ সময় গির্জাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছিল। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মমিনুল করিম, শাহমখদুম ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এটিএম মাইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মতিথিতে শুভ বড়দিন উদাপন করেছে। জন্ম তিথিতে নানা কর্মসূচির মধ্যে ছিল- আলোকসজ্জ্বা, আরাধনা, আচারানুষ্ঠান, প্রার্থণা ও কেক কাটা ইত্যাদি। মধুপুর উপজেলার আড়নখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিস্টানদের কেন্দ্রীয় মিশনারীতে মঙ্গলবার রাত ১০টায় নানা উপ-জাতির খ্রিস্টান ধর্মাবলম্বী, ভক্ত ও অনুসারীদের অংশগ্রহণে যীশু খ্রিস্টের জন্মদিনের কেক কাটা হয়। জলছত্র মিশনারী ধর্ম পলস্নীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির যীশু খ্রিস্টের জন্মদিনের ওই কেক কাটেন। জলছত্র মিশনারী ধর্ম পলস্নীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, এদিন তারা দেশ ও জাতির কল্যাণে এবং তারা যাতে সুন্দরভাবে এ দেশটাকে গড়ে তুলতে পারেন তার জন্য বিশেষ প্রার্থণা করা হয়েছে। যীশুখ্রিস্টের জন্মতিথির কর্মসূচি পালনে স্থানীয় প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। স্টাফ রিপোর্টার, রাঙামাটি জানান, সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মতো রাঙামাটির খ্রিষ্ট ধর্মের মানুষেরাও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে রাঙামাটির গির্জাগুলো সাজানো হয়েছে নানা রঙের বাতিতে। রাঙামাটির আসামবস্তি নির্মলা মারিয়া গীর্জা, কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিক চার্চ, বিলাইছড়ি পাংখোয়া পাড়া গীর্জায় সকাল পথকেই শুরু হয়এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খেয়াং, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান চার্চের সভাপতি বিপস্নব মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ। অন্যদিকে জেলার বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নাটোর প্রতিনিধি জানান, নাটোরের ৪টি বড় এবং ৯টি ছোট গীর্জায় প্রার্থনা, কেককাটা, ধর্মীয় সঙ্গীত ও আলোচনা সভার মাধ্যমে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সবচেয়ে বড় গীর্জায় আয়োজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল-পুরোহিত ফাদার দিলিপ এস কস্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি মাসুদুর রহমান, এডিএম আরিফুল ইসলাম, বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব রফিক সরদার, যুগ্ম আহ্বায়ক খলিল গাজী, আব্দুস সালাম মোলস্না প্রমুখ। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার বিভিন্ন খ্রীস্টান ধর্মপলস্নীর লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, জেলা প্রশাসন, পুলিশ ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বুধবার সকালে তুমিলিয়া ধর্মপলস্নীতে জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন খ্রীস্টান নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তুমলিয়া ধর্মপলস্নীর পাল পুরোহিত ফাদার যাকোব স্বপন গমেজ, সিস্টার মেরী ক্রিস্টিনা, বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাভলু, মাসুদ রানা, শাহাবুদ্দিন, মেজবাহ উদ্দিন, আব্দুল বাছেদ বাচ্চুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি ধর্মপলস্নী পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. জাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) মো. আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। অন্যদিকে বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস ধর্মপলস্নী পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ওয়াহিদ হোসেন, কালীগঞ্জ ইউএনও তনিমা আফ্রাদ, এসিল্যান্ড নূরী তাসমিন ঊর্মি। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানের শুলপুর খ্রিস্টান পলিস্নতে নানা আয়োজনে বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার শুলপুর সাধু যোসেফ গীর্জা বর্ণিল সাজে সজ্জিত করা হয়। মঙ্গলবার দিবাগত রাত আট টায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ভাটিকানের রাষ্টদূত আর্চবিশপ কেভিন এস রেন্ডাল। এর আগে সন্ধ্যায় এ রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম। প্রধান অতিথিকে নাচে গানে দৃষ্টি আকর্ষণ করে বরণ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের শিশু, কিশোর ও কিশোরীরা। এ সময় উপস্থিত ছিলেন সাধু যোসেফ গীর্জার ফাদার কমল কোরাইয়া, জেলা ডিএসব্থির এডিশনাল এসপি মো. কাজী হুমায়ুন রশিদ, এএসপি (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান প্রমুখ। শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, শিবালয়ের কাতরাসিন যীশুর পরম পবিত্র হৃদয়ের গীর্জায় খ্রিস্টান ধর্মবলম্বীরা উৎসব মুখর পরিবেশে শান্তিপুর্ণভাবে প্রভুর প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার প্রায় ৫ শতাধিক খ্রিস্টান ধমাবলম্বীরা এ প্রার্থনায় অংশ গ্রহন করেন। উপজেলার কাতরাসিন সাধবী আঞ্জেলার হলরুমে ফাদার চঞ্চল হিউবার্ট পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাতরাসিন যীশুর পরম পবিত্র হৃদয়ের গীর্জার সাধারণ সম্পাদক ম্যাগডালিম ডাইয়ান, সাধবী আঞ্জেলার বালিকা হোষ্টেল প্রধান সিষ্টার অন্তরা রোজারিও, ওই বালিকা হোষ্টেল সহকারী সিষ্টার সুনতি রোজারিও, সিষ্টার ফিলিপ রায়, তপদ হলদার, শিবু দাস, সেঝেয়ান দাস, নিমাই বিশ্বাস, নেপাল দাস, কুমদ সরকার প্রমুখ। পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন (বড়দিন) বুধবার সকালে জেলার একমাত্র ধর্ম চার্চ ঘোড়াশাল পৌর এলাকার নর্দান স্কুল প্রাঙ্গণে এ.জি চার্চের আয়োজনে এ দিনটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ধর্মযাজক ও এ.জি চার্চের সভাপতি মাইকেল সুভাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবদুল হান্নান, ইউএনও মাসফিকা হোসেন। উপস্থিত ছিলেন নরসিংদীর পুনাকের সভানেএী খুরর্শিদা শবনম, পলাশ থানার ওসি শহিদুল ইসলাম, এসিল্যান্ড এ এইচ এম ফখরুল হোসাইন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন প্রমুখ। কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশপ জাকের আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড আমিরুল আরাফাত। এ সময় কুমারখালী প্রেস ক্লাব সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহামুদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ফরহাদ আমির টিপু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস, হিন্দৎু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শুধাংশু কুমার ঘোস, প্রেস ক্লাবের সহ সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে কোমলমতি শিশুদের সঙ্গে আনন্দ উৎসব ও শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলার আবিবেরপাড়া গ্রামের মাহালীপাড়া গ্রামে কোমলমতি শিশুদের সঙ্গে বড়দিনের কেক কাটেন তিনি। এ সময় তিনি উপস্থিত শিশুদের চকলেট বিতরণ করেন। অনুষ্ঠানে তার সঙ্গে চলতি দায়িত্বে থাকা ইউএনও ও এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা বু্যরোর সহকারী পরিচালক রেজওয়ান আসিফ, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাবেক ইউপি সদস্য সরলা হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে১৪৩ বছরের পুরনো জিবিসি গীর্জা, উৎরাইল, রানীখং, বারোমারী, ভবানীপুর, গোপালপুর ধর্মপলস্নীতে একযোগে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দেশবাসীর শান্তি কামনার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তির বার্তা দেওয়া হয়। বিরিশিরি ব্যাপ্টিস্ট মাতৃ মন্ডলী গির্জায় প্রার্থনা পরিচালনা করেন বিভাগীয় প্রেসিডেন্ট আশিষ কুমার সাংমা। প্রধান বক্তা ছিলেন ডিভিশন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ প্রলয় চিসিম। এ ছাড়াও বক্তব্য রাখেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বিভাগীয় প্রেসিডেন্ট ড. আশিষ কুমার সাংমা, পাস্টার মাইকেল প্রদীপ বাউল প্রমুখ। দুর্গাপুর উপজেলায় এবার ৭২টি দর্মপলস্নীতে আনুষ্ঠানিক ভাবে বড়দিন পালিত হয়। বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিরল উপজেলার ৮৩ চার্চে পৃথকভাবে এ উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি জীবিত দেব শর্মা জানান, প্যারিস সুইহারী মিশনের ফাদার পাওলো, নাওমী, নান্দোনিয়ন্তা সরেন, কার্টিটিস মাস্টার জাকব মার্ডি, পাতরাস কুজুর, উড়াও সম্প্রদায়ের প্রতিনিধি সহকারী কার্টিটিস মাস্টার দানিয়্যাল দিলিপ তিগ্যাসহ স্থানীয়দের নিয়ে এখানে বড়দিন উদযাপন করা হয়। বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন বিরলের সাধারণ সম্পাদক ভুবন মহন্ত জানান, উপজেলার সকল গীর্জায় বড়দিন উদযাপনে সরকারিভাবে সহযোগিতা পাওয়া গেছে।