তিন জেলায় মাদকসহ চারজন গ্রেপ্তার

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় নানা অপরাধে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নরসিংদীর শিবপুর, রংপুরের হারাগাছ ও দিনাজপুরের ফুলবাড়ী থেকে তাদেও গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদেও পাঠানো খবওে বিস্তারিত- শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মহিলা মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার চক্রধা ইউনিয়নের চক্রধা পুর্বপাড়াস্থ গ্রামের নিজ বাড়ি থেকে জেসমিন আক্তার নামে ওই নারীকে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার স্বামীর বাড়ি একই উপজেলার মুনসেফেরচর গ্রামে। তার স্বামীর নাম কাউসার মিয়া। জেসমিন দীর্ঘদিন ধরে শিবপুরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, জেসমিন একজন ইয়াবা কারবারি। তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ১৬(১৩)২৪। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের কাউনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ বুলবুল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার সারাই কাজিপাড়া কসাইটারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল হারাগাছ পৌরসভার সারাই কাজিপাড়া কসাইটারী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। বুধবার আটক বুলবুল মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল। পুলিশ জানায়, সেনাবাহিনী ও পুলিশ মঙ্গলবার হারাগাছ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সন্ধা ৭টার দিকে তাদের কাছে তথ্য আসে সারাই কাজিপাড়া কসাইটারী গ্রামে এক বাড়িতে বিক্রির জন্য ফেনসিডিল মজুত রয়েছে। যার ভিত্তিতে যৌথ বাহিনী ওই গ্রামে মাদক কারবারী বুলবুলর বাড়িতে অভিযান চালান। এ সময় টের পেয়ে বুলবুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর সদর উপজেলার পাতলশা সরকার পাড়ার গনেশ চন্দরর ছেলে মিলন চন্দ্র (২৪), একই উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে মাসুদ রানা (১৯)। ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, তার নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৌর শহরের ঢাকা মোড়ে অবস্থান নেন। সে সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাক আসলে অবৈধ মাদকদ্রব্য রয়েছে সন্দেহে ট্রাকটি আটক করেন। এরপর তলস্নাশি করে ট্রাকটির সামনের কেবিনের উপরে ছাউনিতে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল উদ্ধার এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।