ইজতেমার মাঠে সাদপন্থিদের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন করেন এলাকাবাসী -যাযাদি
ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে, বগুড়ার ধুনটে নানা অনিয়মের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিবের বিরুদ্ধে ছাত্র-জনতা মানববন্ধন করে। প্রতিনিধিদের পাঠানো খবওে বিস্তারিত-
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসলিস্নদের উপর সাদপন্থিদের বর্বর হামলা ও কয়েকজন মুসলিস্নকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতা।
বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন থান। উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসলিস্নরা অংশ নেন।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীতে ইজতেমা মাঠে হত্যা, মাঠ দখলের পাঁয়তারা এবং সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে মাদারীপুরের শিবচর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলিস্নরা। গত মঙ্গলবার উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামন পরে হেফাজতে ইসলাম বাংলাদেশ, শিবচর ও সর্বস্তরের তৌহিদী জনতার সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পীর সাহেব বাহাদুরপুর হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেয়ামতুলস্নাহ ফরিদী, হেফাজতে ইসলামের মাদারীপুর জেলার সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, টঙ্গি ইজতেমা ময়দানে বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি ও শুরায়ী নেযামের সাথীবৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মারকাজ মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল পুর্ব প্রতিবাদ সমাবেশে মুফতি মামুনুর রশীদ এর সঞ্চালনায় আলস্নামা জিয়া উদ্দিন (দা. বা.) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ওয়ালী উলস্নাহ্, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুলস্নাহ্, মুফতি বরকত উলস্নাহ্, মাওলানা আব্দুর রউফ, মাও: মজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদিরসহ ঈমান আক্বিদা কমিটির ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুস শোয়েবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বসতবাড়ির জায়গা দখল, রাস্তা বন্ধসহ বিভিন্ন অনিয়ম, দুর্র্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক ছাত্র-জনতা। গত মঙ্গলবার উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের পাকা সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান রেজা বলেন, বিশ্বহরিগাছা গ্রামের বাসিন্দা ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সেটেলমেন্ট অফিসার নাজমুস শোয়েব এলাকায় একটি মসজিদ নির্মাণ করেন। কিন্তু গ্রামবাসীকে তিনি ওই মসজিদে নামাজ পড়তে দেন না। এ কারণে গ্রামবাসী পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করেন। তাই উপ-সচিব শোয়েব আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেন। এছাড়া তিনি মসজিদ ও মাদ্রাসায় নিয়োগ দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে কাউকেই চাকরি দিতে পারেননি। তার এসব অনৈতিক কর্মকান্ডকে সমর্থন না করায় স্বনামধন্য দুই শিক্ষককে আওয়ামী সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাহী আদেশে বদলীও করিয়েছেন। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর উপ-সচিব নাজমুস শোয়েব গ্রামের বাড়িতে এসে আওয়ামী ক্যাডারদের দিয়ে তার মসজিদে নামাজ না পড়া মুসলিস্নদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। এ কারনে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা তাকে মসজিদে অবরুদ্ধ করে রাখেন। পরে ধুনট থানা পুলিশ এসে তাকে উদ্ধার করেন।