দোয়ারাবাজার সীমান্তে খাস জমি দখলের হিড়িক গড়ে উঠছে স্থাপনা

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিগত সরকার পতনের পর থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তসহ বিভিন্ন এলাকায় খাস জমি দখলের হিড়িক পড়েছে। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে একশ্রেণির ভূমি খেকো সিন্ডিকেট। এতে বেহাত হচ্ছে মূল্যবান সরকারি খাস ভূমি। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকা ও হকনগর বাজারে সরকারি ভূমি দখল করে দেদারসে গড়ে তোলা হচ্ছে বহুতল দালান কোঠা ও স্থাপনা। এ ছাড়াও বোগলাবাজার, বাংলাবাজার, সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে নদী দখল করে খাস জমির ওপর গড়ে উঠছে অসংখ্য স্থাপনা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, উপজেলা ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সীমান্ত এলাকায় দেদারসে খাস ভূমি দখল করা হচ্ছে। দেখার কেউ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেছেন, সরকারি ভূমি দখলের বিষয়টি আমার জানা নেই, এরকম হয়ে থাকলে তা উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেছেন, খাস ভূমি দখল উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।